পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতি করোনা মহামারি থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করলেন জাতীয় সংসদ সদস্যরা। করোনাকে ‘গজব’ আখ্যা দিয়ে এক হৃদয়গ্রাহী মোনাজাত পরিচালনা করেন সংসদের ডেপুটি স্পিকার এটিএম ফজলে রাব্বী মিয়া। মহামারির হাত থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষা করতে আল্লাহর কাছে মিনতি করেন সংসদ সদস্যরা। মোনাজাতে ডেপুটি স্পিকারকে বারবার আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। সংসদে তৈরি হয় এক আবেগময় পরিবেশ।
শনিবার (১৮ এপ্রিল) করোনার প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছে মাত্র দেড় ঘণ্টায়। অল্প সময়ের এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হাতেগোনা কয়েকজন কথা বলেন। সবার কথায় ছিল করোনা পরিস্থিতি প্রসঙ্গ। এছাড়া প্রয়াত সাংসদ, করোনায় মারা যাওয়াদের নিয়ে আনীত শোক প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত আলোচনার পর ওই দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে ডেপুটি স্পিকারের মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এভাবে মাস্ক পরে সংসদ অধিবেশনে যোগ দিতে দেখা যায় না। অনেকে এই মোনাজাতের ভূয়সী প্রশংসা করছেন। জাতীয় এই দুর্যোগ মুহূর্তে তিনি মনের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন বলে মন্তব্য করছেন অনেকেই।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেয়া তার ভাষণে এই দুর্যোগ থেকে জাতিকে রক্ষা করতে সবাইকে বেশি বেশি দোয়ার আহ্বান জানান। মোনাজাতেও সরকারপ্রধানকে বেশ কাতরভাবে ‘আমিন’ ‘আমিন’ বলতে দেখা যায়।
মোনাজাতে ডেপুটি স্পিকার করোনার মহামারি থেকে জাতিকে রক্ষার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ! গোনাহের কারণে যদি এই গজব দিয়ে থাকেন তাহলে আমাদের মাফ করে দেন। এই গজব থেকে রক্ষা করুন। আল্লাহ আপনি তো বলেছেন ‘কুন ফাইয়াকুন’ আপনি বলার সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন।’
উল্লেখ্য, সংসদ অধিবেশনের শুরুর দিন শোক প্রস্তাবের পর মোনাজাতের রেওয়াজ রয়েছে। সংসদ সদস্যদের মধ্যে একেক সময় একেকজন এই মোনাজাত করেন। তবে অন্য সময়ের চেয়ে আজকের মোনাজাতটি ছিল বেশি ভাবগাম্বীর্যপূর্ণ। উপস্থিত সংসদ সদস্যদের সবাইকে কাতর হয়ে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।