Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাল বিতরণে অনিয়ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

বিভিন্ন জেলায় ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েক এলাকায় চুরি যাওয়া এসব চাল উদ্ধার করা হয়েছে। জরিমানা করা হয়েছে অনেক অপরাধীকে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ

বরিশাল ব্যুরো জানায়, সরকারি খাদ্য গুদামের চাল নিজ দোকানে রেখে বিক্রির দায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা আ.লীগের সহÑসভাপতি ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় বাজারে ইউসুফ আলীর দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধারের পর তাকে এই দÐ দেয়া হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দÐাদেশ প্রদান করেন ।
অভিযানকালে ইউসুফ আলীর দোকানে ৭টি বস্তা ভর্তি এবং অবশিষ্ট চাল দোকানের মেঝেতে রাখা ছিল। দোকান থেকে উদ্ধার করা হয় ২৪৯টি খালি বস্তা। সবগুলো বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল দেয়া। ইউসুফ আলী দাবি করেন, তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির চাল ক্রয় করে দোকানে খুচরা বিক্রি করেন।
খুলনা ব্যুরো জানায়, খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের ওএমএসের চার বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। তিনি স্থানীয় খাদ্য বিভাগের (ওএমএস) ডিলার বিল্লাল হোসেনের কাছ থেকে এ চাল কিনেছিলেন। এ ঘটনায় মুর্শিদ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা জানান, চকরিয়ায় ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ডিলার ‘ভাই ভাই ট্রেডার্সের’ স্বত্বাধিকারী আ.লীগ নেতা রেজাউল করিম সেলিমের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। ১২ জনের অভিযোগ তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। তালিকায় ২৬৫ কার্ডধারী সরকারি নির্দেশনা অনুযায়ী অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে যাচাইপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জে খাদ্যবান্ধন কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৪৫ কেজি চালসহ সাবেক ইউপি মেম্বর মান্নান হোসেন শেখ ওরফে মান্নুকে (৪৮) আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তাজুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল সাবেক ওই মেম্বরের গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে ৭ বস্তা চাল উদ্ধার করে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬ বস্তা ওএমএস-এর চাল গোপনে বিক্রয়কালে জব্দ করে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। গতকাল সকালে স্থানীয়দের সহায়তায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের আলমগীর মোল্লার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানচালক আলমগীর মোল্লা ওরফে কালা ও মওলাদাদ ফরাজীকে আটক করা হয়। এ সময় এসিল্যান্ড মো. আল আমিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী সদর উপজেলাধীন ৬নং জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী বাজার সংলগ্ন ওএমএস ডিলার জৈনকাঠী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম ৩০ কেজির ৩ বস্তা সরকারি চাল ২১শ’ টাকায় বাইরে বিক্রি করায় ডিলারসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া (ডোমেরহাট) নামক স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানার ওসি। অভিযানকালে ডোমেরহাটের জনৈক মোস্তাক মাস্টারের বাড়ি থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধারসহ ২ জনকে আটক করে পুলিশ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ