Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ২০টি আইসিইউ চেয়ে লিগ্যাল নোটিস

ডা. মাঈন উদ্দিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

সিলেট বিভাগের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে কমপক্ষে ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চেয়ে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম লিটন গতকাল বৃহস্পতিবার ই-মেইলে এ নোটিস পাঠান। নোটিসের বিষয়ে তিনি বলেন, সিলেটের কৃতি সন্তান সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মাঈন উদ্দিন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও অনেক চিকিৎসকও করোনা ঝুঁকিতে রয়েছেন। তাই এই নোটিস দেয়া হয়েছে।
নোটিসে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনা বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। প্রবাসী অধ্যুষিত সিলেটও রয়েছে ভয়াবহ করোনা ঝুঁকিতে। বৃহত্তর সিলেটে অন্তত ২ কোটি মানুষের বসবাস। বিশাল এ অঞ্চলের এত বিপুল সংখ্যক মানুষের জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু ইতোমধ্যেই গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে স্পষ্ট হয়েছে যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীর সকল স্তরের চিকিৎসা দিতে সক্ষম নয়। এমনকি সিলেটের প্রায় ২ কোটি মানুষের কেউ করোনা আক্রান্ত হলে শামসুদ্দিন হাসপাতালে তাদের জন্য একটি জীবন রক্ষাকারী ভেন্টিলেটরও এই মুহূর্তে চালু নেই বা পরিচালনায় দক্ষ লোকবল নেই।
নোটিসে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের উদ্দেশে বলা হয়, আপনারা সরেজমিনে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ ইউনিট পরিদর্শন ও পর্যবেক্ষণ করুন। তড়িৎ গতিতে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটা বিশাল বিভাগের করোনা সেবার পর্যাপ্ত যন্ত্রপাতি (ভেনটিলেটর- নিগেটিভ প্রেশার, এবিজি, কার্ডিয়াক মনিটর, প্রভৃতি), সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, জেনারেটর ইত্যাদি নিশ্চিত করুন। সার্বক্ষণিক মেডিক্যাল টিম (রোস্টার ওয়াইজ কনসালট্যান্ট, এমও, নার্স, আয়া, ক্লিনার), আইসিইউ টিমের (সার্বক্ষণিক দক্ষ এনেস্থেশিওলজিস্ট, নার্স, আয়া, ক্লিনার) সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করুন।
জরুরি পরিস্থিতিতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ওসমানী হাসপাতাল কিংবা শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেখানেই হোক সিলেট বিভাগের মানুষের জন্য অন্তত ২০টি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করুন। নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে বিবাদীদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয় নোটিসে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ