পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ত্রাণের সামগ্রী আত্মসাৎ করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবেদন দাখিল হবে খুব দ্রæত। এ কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ত্রাণ আত্মসাৎকারীদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তা সত্তে¡ও বেশ কিছু ত্রাণ আত্মসাতের ঘটনা ঘটেছে। এবং কমিশন ত্বরিৎ ব্যবস্থাও নিয়েছে।
তিনি বলেন আমরা বার বার বলেছি, জাতির এই সঙ্কটময় মুহূর্তে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ত্রাণ বা অন্য কোনো সহায়তা নিয়ে কেউ নয়-ছয় করবেন না। তারপরও কিছু ব্যক্তি তাদের লোভ সংবরণ করতে পারলেন না। কমিশনের নিজস্ব গোয়েন্দাসহ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের কয়েকটি জায়গায় ত্রাণের চাল যথাস্থানে রাখা হয়নি। তালিকা প্রস্তুতিতে অনিয়ম-দুর্নীতি এবং ত্রাণ আত্মসাতের ঘটনা ঘটেছে।
এ পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ এবং বগুড়ার চারটি ঘটনায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে । এসব মামলার তদন্ত সম্পন্ন করে দ্রæত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। দুদক আসামিদের শাস্তি নিশ্চিত করতে তদন্তকারী সংস্থা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত সম্পন্ন করবে। অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দুদক এ জাতীয় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, দুদকের গোয়েন্দারা কাজ করছে বলেই আমরা রিপোর্ট পাচ্ছি। দুদকের ২২টি সজেকা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে সম্মিলিত প্রয়াস ছাড়া এ জাতীয় মহামারী নিয়ন্ত্রণ করা কঠিন। অতীতেও আমরা বার বার স্মরণ করিয়ে দিয়েছি ত্রাণের কাজে দুর্নীতি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।