পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারিপুর ও অন্যান্য জেলা থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নৌপথ হয়ে ট্রলার ও অন্যান্য নৌ-যান দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরে ফেরারভিড়। করোনা প্রতিরোধে মানিকগঞ্জ অংশে জেলা পুলিশের অভিযান, ফিরিয়ে দেয়া হয়েছে অর্ধশতাধিক নৌযান।
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের প্রত্যেক বড় বড় ষ্টেশনে পুলিশ চেকপোষ্ট থাকায়, সড়ক পথে মানুষ আসতে না পেরে, মানুষ এখন ঘরে ফেরার জন্য বেছে নিচ্ছে নৌ পথ। বিষয়টি নজরে আসলে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নিদের্শে দুপুর ১২টায় জরুরি ভিত্তিতে চালানো হয় অভিযান। মানিকগঞ্জ জেলার পদ্মা-যমুনার সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর ও দৌলতপুর অংশে একযোগে চলে পুলিশের এই অভিযান। এতে ঢাকা, নারায়নগঞ্জ, মাদারিপুর সহ অন্যান্য জেলা থেকে দেশের দক্ষিল-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের ঘরে ফিরতে দেখা যায়। এ সময় অভিযান টের পেয়ে অনেকটায় কমে আসে ট্রলার চলাচল। আর পুলিশ বলছে যে কোনো মূল্যে ঠেকানো হবে যাত্রী পারাপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।