Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আমাদের ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :

চট্টগ্রাম : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিপাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরীকত আল্লামা আবুল ফরাহ মোঃ ফরিদ উদ্দীন করোনা দুর্যোগে গরিব অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সোমবার সন্ধ্যায় হাটহাজারীতে বিপুল সংখ্যক অসহায় মানুষের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দেন। সংক্রমণ ঠেকাতে টানা ছুটির কারণে কাজ কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজন ত্রাণ ও খাদ্য সহায়তা পেয়ে খুশি হন এবং আল্লাহর শোকরিয়া আদায় করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নোয়াখালী : দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মেঘনা বেষ্ঠিত হাতিয়া উপজেলা ও চরাঞ্চলের ৫০হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া স্যানিটাইজার, মাস্ক, গ্লাবস ও সাবান বিতরণ করা হচ্ছে বলে জানান হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদৌস। আয়েশা ফেরদৌস এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ আলী যৌথভাবে সার্বক্ষণিক মনিটারিং করছেন। নোয়াখালী সদর উপজেলায় ৫হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান জানান, স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী ও তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে গরীরদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। নোয়াখালী পৌর এলাকায় পৌর মেয়র শহিদ উল্লা খান সোহেল ব্যক্তিগত উদ্যোগে তিন হাজার পরিবারের মধ্যে চাল,ডাল,আলু, লবন, তেল, সাবান বিতরণ করেন। সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

ভোলা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১টায় ভোলায় নাছির মাঝি এলাকায় ২০০ অসহায় ও দুঃস্থদের ঘরে ত্রাণ বিতরণ করা হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈমের নেতৃত্বে সংগঠনের ভোলা সদর উপজেলার সভাপতি ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ হারুন, এসময় উপস্থিত ছিলেন।

ফরিদপুর : মির্জা আকরামুজ্জামান ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার ৩ হাজার ৫শটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

মীরসরাই (চট্টগ্রাম) : বাড়ি বাড়ি গিয়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষগুলোর কাছে রাতের আধারে খাবার পৌঁছে দিচ্ছে মীরসরাই উপজেলার একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আনন্দ সংঘ নামের ওই সংগঠনের কর্মীরা কর্মহীন হয়ে পড়া এবং খেটে খাওয়া এসব মানুষগুলো খাবার দিয়ে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ