Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আত্মীয়ের হাতে খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনার চেয়েও মানুষ হতে পারে ভয়ঙ্কর। যখন খুনের নেশায় পাষাণ হয় হৃদয়! চট্টগ্রামে আপনজনদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুবক মো. কামরুল (৪৫)। তাও মাত্র ২৫০ টাকা নিয়ে তর্কের জেরে। রোববার রাতে এই নৃশংস হত্যাকান্ডটি ঘটেছে নগরীর চান্দগাঁও থানার ফরিদার পাড়ায়। এ ঘটনায় পুলিশ জিসান ও জোহরা বেগম নামে দুজনকে গ্রেফতার করেছে। ওরা কামরুলের আত্মীয়। কামরুল ফরিদার পাড়ার সালেহ আহমদের ছেলে, পেশায় টিভি ও ইলেকট্রিক মেকানিক।
পুলিশ জানায়, জয়নাল আবেদিনের বাড়িতে অকেজো পানির কল মেরামত করতে মিস্ত্রি ডেকে আনে ছেলে জিসান ও রাকিব। কাজ শেষে ওদের কাছে ২৫০ টাকা মজুরি চান মিস্ত্রি। কিন্তু বেশি টাকা দাবি করা হচ্ছে বলে জিসান ও রাকিব মিস্ত্রির উপর চড়াও হয়। আর তখন এসে জয়নালের ভাইপো কামরুল ওই মিস্ত্রির পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করতে অনুরোধ জানান। এতেই জিসান ও রাকিব ক্ষিপ্ত হয়ে কামরুলের সাথে কথাকাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ঘরের ফ্লোরে ফেলে দেয়ালের সঙ্গে আঘাত করতে শুরু করে তারা। মাথায় গুরুতর আঘাত পান কামরুল, সেখানেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ