Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ব্যক্তি ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন ও ব্যক্তি চলাচলের উপর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ ধরনের যানবাহন এবং ব্যক্তি নগরীতে প্রবেশ এবং নগরী থেকে বের হতেও পারবে না। এ নির্দেশনা গতকাল সোমবার রাত ১০টা থেকে কার্যকর হয়েছে। এটি নিশ্চিত করতে নগরীর সবকটি প্রবেশ পথে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করে অকারণে রাস্তায় বের হওয়ায় গত দুইদিনে মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ দুই শতাধিক যানবাহন আটক করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ