Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউ’তে করোনা শনাক্তকরণ টেস্ট শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শাহবাগস্থ বাংলাদেশ বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে আজ বুধবার থেকে শুরু হবে করোনা সনাক্তকরণের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম। গতকাল ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে পিপিই, এন্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনাভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া এ কথা জানান। ভিসি জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এই পরীক্ষাটি করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যে সব রোগীরা করোনাভাইরাস সনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন তারাই এই টেস্ট বা পরীক্ষাটি করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বি বøকের নিচ তলায় ডা. মিল্টন হলে বিএমএ থেকে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিএমএ’র মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএসএমএমইউ’র জন্য কিছু হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে



 

Show all comments
  • shafi tamim ১ এপ্রিল, ২০২০, ৩:২৩ এএম says : 0
    Need more ppe not only hand sanitaizer... If doctor safe definitely we are safe...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ