পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুরান ঢাকার বেচারাম দেওড়ি এলাকায় একটি ভবন লকডাউন করে দেয়া হয়েছে। গতকাল দুপুরে রজনী বোস লেনের ওই ভবনটির গেটে লাল কাপড় দিয়ে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
জানা যায়, বেচারাম দেওড়ি এলাকার রজনী বোস লেনের ওই ভবনের ভেতরে একটি পরিবারে মা ও মেয়ে গত ১০ দিন থেকে জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের পক্ষ থেকে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ফোন দিলে তারা পরিবারটিকে কোয়ারেন্টাইন করার নির্দেশ দেয়। আইইডিসিআর থেকে টেস্টের জন্য লোক আসবে বলে তাদের জানানো হয়।
চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ওই ভবনে ৩৬ বছর বয়সী মা ও ১৫ বছর বয়সী মেয়ে কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পরিবারের অন্য সদস্যরা করোনা সন্দেহে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ আইইডিসিআরের সাথে যোগাযোগ করলে তারা বাড়িটিতে প্রবেশাধিকার ও কারো বের হওয়া নিষিদ্ধ করতে বলেন। আর তাদের দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেয়। এরপর গতকাল দুপুরে বাড়িটি লাল কাপড় দিয়ে চিহ্নিত করা হয়।
তিনি আরো বলেন, আমরা পরিবারটির কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করছি। ওই ভবনটিতে কেউ দেশের বাইরে থেকে আসেনি। তবে তারা করোনা আক্রান্ত হয়েছে কি-না তা এখনও নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।