Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাস্টবিনে ফুটফুটে নবজাতক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ডাস্টবিনে কান্নারত এক ফুটফুটে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সোমবার নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের একটি ডাস্টবিন থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্র্রাথিমক চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছে নবজাতক সুস্থ হয়ে উঠছে।
সদরঘাট থানার এএসআই সাজু প্রতাপ দাশ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে প্রথমে মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, যখন বাচ্চাটি উদ্ধার করি, তখনও তার নাভি কাটা হয়নি। হাসপাতালে তার নাভি কাটা হয়।



 

Show all comments
  • মোঃ ফিরোজ খান ১৭ নভেম্বর, ২০২০, ৪:২৯ পিএম says : 0
    কি দোষ ছিলো মাগো আমার? -মোঃ ফিরোজ খান অল্প সময়ের আবেগ মাগো ক্ষণিক সময়ের সুখ, এ কেমন বিচার তোমার মাগো দেখতে দাওনি পৃথিবীর মুখ। - আমার ইচ্ছে আসিনি মাগো তোর পেটেতে আমি, পৃথিবীতে নাকি সবার চেয়ে সন্তান মায়ের কাছে দামী? - সুখের জন্য বিবেক ভুলে তোমার বুকে ঠাঁই দিলে, আনন্দের শেষে হেসে খেলে কেটে ছিড়ে ফেলে দিলে। - পরিশেষে একদিন তুমি আসবে মাগো আমার কাছে, তখন তুমি আল্লাহর কাছে ভেবে রাখো কি বলবে? - মরে গিয়ে আমি বেঁচে গেছি বাচিয়েছি মাগো তোর মান, থাকতাম যদি পৃথিবীতে বেঁচে পরিচয় হতাম অবৈধ সন্তান। - পতিতা হয়ে সুখ পেতে কেনো আমায় পেটে নিলে? কলঙ্কের ভয়ে অবশেষে মাগো আমায় ডাস্টবিনে ফেললে। - তোমার সঙ্গে তোমার মাও করতো যদি এমন, বুঝতে পারতে সেদিন মাগো মৃত্যু যন্ত্রণা হয় কেমন? - তবুও মাগো তোমার জন্য আল্লাহর কাছে চাইবো দোয়া হাশরের মাঠে তোমার যেনো আগুনের না লাগে ছোঁয়া। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি ঈমান দাও কোনো মা যেনো আবেগের বশে কোনো সন্তানের প্রতি অবিচার না করেন।আমিন ইয়া রব্বুল আলামীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ