Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মুক্তির বৈদ্য ধরা চট্টগ্রামে!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা মুক্তির’ সেই ওষুধ বেপারি ধরা পড়লেন। গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারী থেকে ক্রেতা সেজে ওই প্রতারককে পাকড়াও করা হয়। পরে দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ফের প্রতারণা না করার শর্তে মুচলেকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয় স্বঘোষিত এ বৈদ্যকে। তার বাড়ি উপজেলার চৌধুরী হাটে।
ইউএনও রুহুল আমিন জানান, গত ১৯ মার্চ ফেসবুকে করোনা মুক্তির ভেষজ ওষুধ বিক্রির একটি পোস্ট দেন মনসুর আলী। সেখানে যোগাযোগের নম্বরও দেন তিনি। ক্রেতা সেজে মনসুর আলীকে ফোন করলে তিনি জানান- করোনা সারাতে ওষুধ খেতে হবে ১২০ দিন। প্রতি ফাইলের মূল্য ১৫০ টাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ