Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা সন্দেহে রামেকে রোগী ভর্তি

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রাজশাহীতে করোনা সন্দেহে গতকাল রোববার আরো এক রোগী ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁর এক রোগীকে আনা হয়। পরে তাকে আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়। আইডি হাসপাতালের পরিচালক মামুনুর রশিদ বলেন, এখানে করোনা পরীক্ষার এখনো কোনো সুযোগ নাই।

এ কারণে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত নয়। তবে তাকে করোনা সন্দেহে এখানে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাত আটটার দিকে নাটোরের করোনা সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাকে আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়। নাটোরের ওই রোগীর শ্বাসকষ্ট ছিল। তাই তাকে হোম কোয়ারেন্টাইন এ পাঠিয়ে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ