পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা মহামারীর মধ্যে সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময় সুপ্রিম কোর্ট, অধীনস্থ সকল আদালত এবং বিভাগের অধস্তন কর্মকর্তা-কর্মচারিদের স্ব স্ব কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার এ নির্দেশ দেয়া হয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান প্রশাসন ও বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে জানান, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গতকাল রোববার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতেতে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সকল অধস্তন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারি নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।