Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা দুর্যোগে বাসাভাড়া মওকুফের দাবি চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের মহামারীর দুর্যোগে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষসহ বেসরকারি চাকরিজীবীরা সরকারি নির্দেশনায় ঘরে অবস্থান করছেন। তারা ভয়ে আছেন মাসের শেষে ঘরভাড়া নিয়ে। নগরীতে ৯০ শতাংশ ভাড়াটিয়া। জীবিকার তাগিদে থাকে ভাড়া বাসায়। অনেক শিক্ষার্থীরা ভাড়া বাসায় থেকে লেখাপড়া করছেন। এমন দুর্যোগ পরিস্থিতিতে বাসাভাড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ইতোমধ্যে অনেক মহৎপ্রাণ ব্যক্তি চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়ে প্রশংসিত হয়েছেন।
ভাড়া মওকুফের সরকারি নির্দেশনা চেয়েছেন চট্টগ্রামের ভাড়াটিয়ারা। তারা বলছেন, সঙ্কটকালীন এ সময়ে সরকারের নির্দেশনা পেলে মালিকরা ভাড়া মওকুফ করতে বাধ্য হবেন। এমন পরিস্থিতিতে ভাড়াটিয়াদের বাসাভাড়া, দোকানভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সব ধরনের ইউটিলিটি বিল মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
এদিকে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মহাসচিব ও আনজুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বাইরে যাচ্ছে না মানুষ। হঠাৎ আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় চট্টগ্রামসহ পুরো দেশে ঘরভাড়া মওকুফের তিনি দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ