পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রশাসনে অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. মাহবুব কবিরকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলী করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ¯্রডোর সদস্য অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তার বদলির আদেশ হয়েছিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব শফিউদ্দিন আহমেদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া সালমা বেগমকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।