Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় চিকিৎসকদের জাতীয় বীরের মর্যাদা কেন নয়?

হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনা মহামারীতে আক্রান্তদের সুচিকিৎসায় নিবেদিত ডাক্তার এবং সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো.আশরাফুল কামাল এবং বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালিন ডিভিশন বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি ওই বেঞ্চের ডেপুটি এটর্নিজেনারেল প্রতিকার চাকমা সাংবাদিকদের জানিয়ে বলেন, আদালত স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। দেশে এ ভাইরাসে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীও রয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর।এ রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি নিয়েও বিশ্বব্যাপি আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এতে প্রশংসিত হলেও বিশ্বব্যাপি অনেক ডাক্তার ও নার্সের প্রাণ গেছে। এ ভাইরাসে বিশ্বব্যাপি এখন ৪ লাখ ২৫ হাজার মানুষ আক্রার্রক হয়েছে। প্রায় গেছে ১৮ হাজার ৯৪৪ জনের।



 

Show all comments
  • ওসমান গনী ২৬ মার্চ, ২০২০, ৯:৫৬ এএম says : 0
    চিকিৎসকদের বীরশ্রেষ্ঠ উপাদী দিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ