পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে সকল নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম। এরপর ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে কেক কেটে মুজিব জন্মশতবর্ষ উদ্যাপন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, পরিচালক মোশাররফ হোসেন, এম এ খান বেলাল ও ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি’র নির্দেশনানুযায়ী ব্যাংকাররা মুজিব জন্মশতবর্ষের লোগোযুক্ত টি শার্ট ও হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখা ও আঞ্চলিক কার্যালয়েও মুজিব জন্মশতবর্ষের শোভাযাত্রা ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।