পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা আতঙ্কে হুজুগে বাজার থেকে পণ্য কেনার হিড়িক পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। মজুদ পর্যাপ্ত থাকার পরও এ পরিস্থিতিতে অবাক বিক্রেতারা। যদিও অতিরিক্ত চাহিদার বিপরীতে দাম বাড়ার প্রবণতা নেই। বরং সরবরাহ ভালো থাকায় অনেক পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ক্রেতাদের অতিরিক্ত পণ্য কেনার হিড়িকে দিশেহারা বাবুল নামে এক বিক্রেতা বলেন, হঠাৎ করে মানুষের মধ্যে পণ্য ক্রয়ের চাহিদা বেড়েছে। তিনি বলেন, করোনার রোগী প্রতিদিনই বাড়ছে। তাই আতঙ্কে অনেকে প্রয়োজনের চেয়েও অতিরিক্ত ক্রয় করে নিচ্ছেন।
কৃষি মার্কেটে বাজার করতে আসা খোকন সিকদার নামে এক ক্রেতা বলেন, দেশে করোনা রোগী বাড়ছে। সামনে পরিস্তিতি আরও খারাপ হতে পারে। অন্যান্য দেশের মতো যদি বাইরে আর বের হতে না পারি তাই কিছু পণ্য বেশি কিনে রাখছি।
সূত্র মতে, করোনা আতঙ্কে গত সোমবার বিকেল থেকে হঠাৎই বেচাবিক্রি বাড়ে রাজধানীর বাজারগুলোয়। চাল-ডাল-চিনি-লবণ-বুট-তেলসহ নানা পণ্যের মজুদ বাড়াচ্ছেন ক্রেতারা। তবে, সরবরাহ ভালো থাকায় দাম বাড়েনি কোনো পণ্যের।
এদিকে ভারত থেকে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ। পর্যাপ্ত মজুদ থাকায় দাম কমে এখন মান ভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। সপ্তাহ ব্যবধানে ১০-১৫ টাকা কমেছে আদা-রসুনের দাম।
যদিও গ্রীষ্মের বেশকিছু সবজির দাম কিছুটা চড়া। করলা-ঝিঙা-চিচিঙ্গা-বরবটি এ ধরণের সবজি কিনতে, ক্রেতাদের গুনতে হচ্ছে ৬০-৮০ টাকা। বাকি সব ধরণের কাঁচা সবজির দাম এখনও হাতের নাগালে। সরবরাহ কমায় দাম বেড়েছে ব্রয়লার মুরগির।
সরবরাহ স্বাভাবিক ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, রমজানেও দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন বিক্রেতারা।
এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। তাই করোনা ভাইরাসের কারনে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করার প্রয়োজন নেই। গতকাল রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে গতকাল আরও দুইজনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়লো ১০ জনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।