Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৯:২৩ এএম

মুজিববর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টা ৮ মিনিটের দিকে ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

এ উপলক্ষে সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেডগ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়। অন্য সকল জনসমাগমও বাতিল করা হয়।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৭ মার্চ, ২০২০, ১২:০৭ পিএম says : 0
    বঙ্গবন্ধুর জর্ম শতবার্ষিকীতে বিশ্ব মানবতার মায়ের শ্রদ্ধা। * বঙ্গবন্ধু মানে সুজলা সফলা সর্ষ শ‍্যামলা বাংলাদেশ * বঙ্গবন্ধু মানে বিশ্ব বরন‍্য বিশ্ব নেতার নাম শেখ মুজিবুর রহমান ******* * বঙ্গবন্ধু মানে শোষিত অধিকার হারা মানুষের সংগ্রামের মহানায়কের নাম। শেখ মুজিবুর রহমান ******* * বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকার নাম * বঙ্গবন্ধু মানে স্বাধীনতা সংগ্রামের অমর বাণী এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের নাম শেখ মুজিবুর রহমান। * বঙ্গবন্ধু মানে জেল জুলুম অত‍্যাচার দুঃখ কষ্টের জীবনের নাম শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মানে বিশ্ব মানবতা নৈতিকতা আদশ‍্যের পবিত্র নাম শেখ মুজিবুর রহমান। * বঙ্গবন্ধু মানে হিমালয়ের মত বিশাল পর্বতের মহান মৌনতার নাম শেখ মুজিবুর রহমান। * বঙ্গবন্ধু মানে সমগ্র জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান। * বঙ্গবন্ধু মানে শতাব্দীর পর শতাব্দী হাজার বসরের শ্রেষ্ঠ বাঙ্গালীর নাম শেখ মুজিবুর রহমান। * বঙ্গবন্ধু মানে বাঙ্গালীর বরন‍্য রাজপুত্রের নাম শেখ মুজিবুর রহমান *******। বঙ্গবন্ধু মানে বিশ্বের প্রভাবশালী নেতা দক্ষিণ এশিয়ার লৌহ মানবী বিশ্ব মানবতার মা জননী বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সম্পদ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা অপুরান্ত‍্য দোয়া বঙ্গবন্ধু তাহার শহীদি পরিবারের সবাই কে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। বঙ্গবন্ধুর আদশ‍্যের ক্ষুদ্র সমর্থক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুজিববর্ষ

২০ এপ্রিল, ২০২১
১৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ