পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে নির্মিত ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১২ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম ‘মুজিব কর্নার’-এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ, পরিচালক এ এস এম ফিরোজ আলম, এ কে এম সাহিদ রেজা, মোশাররফ হোসেন, ব্যাংকের শেয়ারহোল্ডার শহিদুল আহ্সান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও এএমডি মতিউল হাসান উপস্থিত ছিলেন। ‘মুজিব কর্নারে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বিভিন্ন সময়ে দেয়া উদ্ধৃতি ও ঐতিহাসিক মুহূর্তের ছবি দেয়ালে স্থান পেয়েছে। বুক শেলফে রয়েছে বঙ্গবন্ধুর নিজের লেখা ও তাঁর ওপর লেখা বিভিন্ন বই। আর ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও তাঁর ভাষণ। প্রধান কার্যালয় ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের ‘চৌমূহনী শাখা’ ও ‘নওগাঁ শাখায়’ ‘মুজিব কর্নার’ নির্মাণ করা হয়েছে। এসব মুজিব কর্নার অফিস চলাকালীন সময়ে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।