Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার সব মসজিদে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য আগামীকাল শুক্রবার সমমনা ইসলামী দলসমূহ ঘোষিত মসজিদে মসজিদে দোয়া মোনাজাতের কর্মসূচি সফলের জন্যে দেশবাসির প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হয়।
বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমন রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। বিমানবন্দরসহ বাংলাদেশে প্রবেশের সকল পথে থার্মাল ডিভাইস স্থাপনসহ করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্তকরণ পদক্ষেপ জোরদার করতে হবে। নভেল করোনাভাইরাস সংক্রমন রোধে করণীয় বিষয়াবলী প্রতিপালনে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভব থেকে পরিত্রাণের জন্য বেশি বেশি তাওবাহ ইসতিগফার করেত হবে। আল্লাহ তায়ালার সাহায্য চাইতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের সংগঠনের মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ