Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বানিজ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মার্কেন্টাইল বাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্দুল জলিলের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে শহরের চকপ্রাণে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার পুত্র ও সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বী বকু, মার্কেন্টাইল বাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, পরিচালক শহিদুল আহসান, ব্যাবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সহকারি ব্যাবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। পরে একে একে মুক্তিযোদ্ধা, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতা কর্মীরা মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলা ১২টায় তার নিজ বাসভবনে কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ