পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদ্যুতের দাম বৃদ্ধি নয় বরং সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল শুক্রবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, এটাকে কোনোভাবেই ম‚ল্যবৃদ্ধি বলা যাবে না, দামের সাথে সমন্বয় করা হয়েছে। এ সময় সমন্বয় না করে ভর্তুকি দিয়ে আর কতদিন চলানো সম্ভব এমন প্রশ্নও তোলেন তিনি। কারণ শহুরের জীবন-যাপনে এটুকু খরচ করতেই হবে। তবে ম‚ল্য বৃদ্ধির পরও সরকারকে প্রায় ১০ হাজার কোটি টাকা ভ‚র্তকি দিতে হবে।
তিনি বলেনে, গত বছর বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব ছিল। সেই দাম বাড়ানোটা অনেক দেরিতে হলো। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জতো রাখতেই হবে। কারণ উৎপাদনের সঙ্গে সমন্বয় করতে হলে কিছুটা ক্যাপাসিটি বিল্ড করতে হয়। আর গরমের সময় বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। যেহেতু বিপিডির একাই ভুর্তকি দিচ্ছে, তাই সেটা সমন্বয় করা হলো। এরপরও সবার সঙ্গে আলোচনা করেই এই ম‚ল্য নির্ধারণ করা হয়েছে। এখনো প্রায় দেড় কোটি গ্রাহক লাইফ লাইনে রয়েছে। আর কম ম‚ল্যে বিদ্যুৎ দেয়া হচ্ছে কৃষির সেচ কাজে। এ সময় প্রতিমন্ত্রীর বাসভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।