পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজের বেড়ে ওঠার গল্প বলতে গিয়ে জানালেন, এইচ এস সি পাশ করার আগে তিনবার অর্থের অভাবে তাঁর পড়াশুনা বন্ধ হয়ে যায়। তারপর এলাকার বিভিন্ন মানুষের সহযোগীতায় তিনি তাঁর পড়াশুনা চালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি তাঁর জীবনের গল্প শুনান।
এই সময় তিনি তাঁর জীবনের শুরুর অর্থকষ্টের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি কুমিল্লা থেকে যখন ঢাকা আসছি তখন ঢাকায় আসার মত পর্যাপ্ত টাকা ছিল না। যা টাকা ছিল, তা দিয়ে দুই ষ্টেশন পর্যন্ত আসতে পেরেছিলাম। পরে হেঁটে, নানাভাবে ঢাকায় এসে পৌঁছাই। এরপর আমি ব্যাবসা শুরু করি। সে ব্যবসা থেকে আমার উন্নতি শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জাহাঙ্গীরনগরকে ঢেলে সাজানোর জন্য যে অর্থ দিয়েছেন, তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আধুনিক লাইব্রেরি হবে, হল হবে, শিক্ষকদের বাসা তৈরী হবে। তাই অর্থ বরাদ্দ দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
এই অনুষ্ঠান থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এ বছরের গুণিজন সম্মাননা প্রধান করে কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন পপ-ধারার সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেলসহ অন্যান্যরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক সামিন ইয়াসির শাফিনেরর সঞ্চলনায় ও সাইদুর রহমান রাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর মো. রহমতুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ফরিদ আজিজ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোজাম্মেল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।