Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ক্রেডিট’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে সেমিনার অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৪ পিএম

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ক্রেডিট’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে ব্যাংকের কৃষি ঋণ সম্পর্কিত ৪৫টি শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী সেমিনার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, কৃষিঋণের লক্ষ্যমাত্রা অর্জনে শাখাপ্রধানদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান ও জয়েন্ট ডাইরেক্টর মো. সহিদ রেজা অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, এসভিপি ও কৃষিঋণ বিভাগের প্রধান লিয়াকত ফজলুর রশীদ ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ