পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বলে মন্তব্য করেছেন যে, পুরো রমজান মাস রক্তঝরানো সংঘাত ও সংঘর্ষের মধ্য দিয়ে কেটেছে । এখন দেশবাসী যেন সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন সে প্রত্যাশা তার।
আজ বুধবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ঈদের আগে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা- একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ঈদ উদযাপন। সারা রমজান মাসটি কেটেছে ভয়ে, আশঙ্কায় আর গা ছমছম করা পরিবেশে। কারণ, গোটা মাসই রক্ত ঝরায় কেটেছে। সারাবছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু, ভিন্নমতাবলম্বী ব্লগার, বিদেশি নাগরিকসহ নানা মতের মানুষকে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দেখা গেল উগ্রবাদের এক নতুন বীভৎস রূপ।’
রিজভী আরো বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসের নেটওয়ার্কের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আলামত ফুটে উঠল। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দুর্ঘটনা। এর ব্যাপক প্রভাব পড়বে গোটা জাতির ওপর। বিশ্বসমাজে আমাদের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সর্বত্রই নেতিবাচক পরিচিতি লাভ করতে থাকবে। বিশেষ করে আমাদের অর্থনীতি গভীর খাদে পতিত হবে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, কর্মসংস্থানসহ সকল অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করা এবং তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, ‘এরকম সহিংস ও জীবনসংহারী গোষ্ঠীর অপতৎপরতা নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের কথা বারবার ঘোষণা করেছেন খালেদা জিয়া। বর্তমানে সর্বমহলে তার বক্তব্য অভিনন্দিত হয়েছে। সুতরাং এই মুহূর্তে দোষারোপ ও বিভাজনের পুরোনো পথে হাঁটলে দেশের সংকট আরো ঘনীভূত হবে। সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে কোনো পর্দা ঝুলিয়ে রাখলে সংকটের মর্মমূলে পৌঁছানো যাবে না।’
তিনি বলেন, ‘শর্তের কথা বলে কালক্ষেপণ করে জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করলে অশুভ শক্তিরই বাড়বাড়ন্ত হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া এ মুহূর্তে অত্যন্ত জরুরি।’
বক্তব্যের শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।