পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব অনলাইন ডেস্ক : জঙ্গিবাদ ইস্যুতে জাতীয় সংলাপের ক্ষেত্রে বিএনপিকে সঙ্গে রাখা হবে না, যদি তারা জামায়াতের সঙ্গ ত্যাগ না করে- বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডস্থ তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইনু।
ইনু বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি ইস্যুতে জাতীয় সংলাপের কথা বলছেন। কিন্তু জামায়াতকে সঙ্গে রাখা বিএনপিকে নিয়ে জঙ্গি ইস্যুতে সংলাপ হতে পারে না। তাদের সঙ্গে নিয়ে জঙ্গি দমনের সংলাপ হতে পারে না। এ ইস্যুতে বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’
তথ্যমন্ত্রী ইনু বলেন, জঙ্গি দমনে বর্তমান সরকার আন্তরিক। কিন্তু খালেদা জিয়া জঙ্গি দমন নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বলেছেন। সরকার এটি নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে না। নিজের গায়ে নিজেই কাদা লাগিয়েছেন খালেদা জিয়া। এ সরকারকে উৎখাত করতে জঙ্গিদের আড়াল করছেন। আর বিএনপির আমলেই জঙ্গির উত্থান হয়েছিল।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘গুলশান হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা হচ্ছে। বিএনপির নানা বক্তব্যের মাধ্যমে সুবিধা পাচ্ছে জঙ্গিরা। গুলশান হত্যাকাণ্ড একটি ন্যক্কারজনক ঘটনা। জঙ্গিদের উৎপাত একটি আন্তর্জাতিক সমস্যা। এ উৎপাত বন্ধ করতে আন্তর্জাতিক শক্তিকে নিয়ে এক সঙ্গে কাজ করা হবে বলে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।