পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা আর্ট সামিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্রের সামনে তারা সেলফি তোলেন।
তাদের হাস্যোজ্জ্বল সেলফি তোলার মুহূর্ত ফ্রেমবন্দি করেন এবিএম আখতারুজ্জামান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার তার ফেইসবুক পেজে এ তথ্য জানান।
তিনি একটি ছবি শেয়ার করে জানান, ‘ঢাকা আর্ট সামিটে বড় সংগ্রহ রাখা হয়েছিল। আজ সন্ধায় প্রদর্শনী ঘুরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন বঙ্গবন্ধুকন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
দারুণ এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। ছবির নিচে অনেকেই শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন। একজন লিখেছেন ‘অসাধারণ মুহূর্ত’। আরেকজন লিখেছেন, ‘অতি অসাধারণ একটি মুহূর্ত এবং দারুন একটি ছবি’। একজন কমেন্ট করেছেন, ‘এমন একজন সদা হাস্যময়ী, নির্মল, সজীব, প্রাণবন্ত প্রধানমন্ত্রী পৃথিবীতে কয়জন আছে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।