পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে বিপর্যস্ত চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে আরো সময় নিতে চায় সরকার, এ ক্ষেত্রে টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘টাকার অভাবের কথা তিনি কখনও বলেন নাই। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩শ’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেইন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদেরকে এখন আর কোথাও যেতে দিচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (এজন্য আমরা একটু সময় নিচ্ছি)। টাকা বা অর্থের অভাব, এসব কোনো ব্যাপার না।
এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে। আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নাই।’
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাব আমাদের নাই। অভাব থাকার কথাও না। সুতরাং, এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।