Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভালোবাসায় ফাল্গুন’ ক্যাম্পেইনের আয়োজন করলো ভিভো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৩ পিএম

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশী গ্রাহকদের জন্য ‘ভিভো ভালোবাসায় ফাল্গুন’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এ ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য থাকছে কাপল ডিনারের সুযোগ। ক্যাম্পেইনটি চলবে আগামী ১৩ থেকে ১৫ ফেব্উয়ারি।

ঢাকায় ভিভোর চারটি ব্র্যান্ডশপ- যমুনা ফিউচারপার্ক, বনশ্রী, ইস্টার্ন প্লাজা ও টোকিও স্কয়ারে খোলা হয়েছে ভ্যালেন্টাইন বুথ। ক্যাম্পেইনে অংশ নিতে এ ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলতে হবে। এরপর ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনসহ ইভেন্টের ফেসবুক পেজে পোস্ট করতে হবে। লিখতে হবে #vivoBhalobashayFalgun। আপলোড করা ছবিগুলোর মধ্যে নির্বাচিত চারটি কাপলের ছবি ভিভোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোলের মাধ্যমে পোষ্ট করা হবে। ১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটের ভিত্তিতে দুইটি কাপলকে বিজয়ী ঘোষণা করা হবে। তারা ২২ ফেব্রæয়ারি ডিনারের সুযোগ পাবেন। ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিভো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে জানা যাবে।

এ বিষয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, “উৎসবপ্রিয় বাঙালিদের জন্য রঙিন উপলক্ষ পহেলা ফাল্গুন। আর এ বছর একই দিনে ভ্যালেন্টাইন ডেও পালিত হবে। তরুণ প্রজন্মের সঙ্গে এ উৎসব-আনন্দ ভাগাভাগি করে নিতে ভিভোর এ আয়োজন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিভো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ