Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৪ ভি-স্যাট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শর্ত ভঙ্গের কারণে ভি-স্যাট সরবরাহকারী ও সেবাদানকারী ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গতকাল রোববার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর লাইসেন্স নবায়ন করার নিয়ম থাকলেও এই ৪ প্রতিষ্ঠান তা করেনি। এর মধ্যে রয়েছে- স্পারসো, ওরি ব্যাংক এবং সিএন্ডএ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড ভি-স্যাট ব্যবহারকারী। আর রিচ সার্ভিস এশিয়া লিমিটেড ভি-স্যাট সেবাদানকারী।

ভি-স্যাট হল খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়। বর্তমানে প্রায় সব ভি-স্যাট ইন্টারনেট প্রটোকলভিত্তিক এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সংস্থা/প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইস্যুকৃত ভিস্যাট লাইসেন্সের কোনো বৈধতা নেই বিধায় ভিস্যাট সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের জন্য নির্দেশনা প্রদান করা হলো। আগামী এক মাসের মধ্যে সরকারের সকল পাওনা পরিশোধ না করলে আইনানুগ নেওয়া হবে বলেও সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে ১২টি প্রতিষ্ঠানের ভি-স্যাট ইউজার লাইসেন্স, তিনটি কোম্পানির হাবসহ ভিস্যাট প্রোভাইডার লাইসেন্স এবং দুটি কোম্পানির ভিস্যাট প্রোভাইডার লাইসেন্স রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাতিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ