Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ পদ্মা ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪২ পিএম

প্রথম বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ৬ শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে সমাবেশের আয়োজন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা শাখা থেকে শুরু হয় এই গ্রাহক সমাবেশ। পর্যায়ক্রমে ৫৭ শাখার সবকটিতে এই সমাবেশ করবে ব্যাংক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের সাফল্যের সহযাত্রী, তাদের জন্যই এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক। তাঁদের আস্থায় অব্যাহত থাকবে ব্যাংকের এই অগ্রযাত্রা। তিনি আরো বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আকর্ষনীয় ও ব্যতিক্রমধর্মী যুগোপযোগী প্রোডাক্ট আনছে পদ্মা ব্যাংক। এই সময় তিনি নতুন ৪টি আমানত প্রোডাক্ট সম্পর্কে অবহিত করেন। অচিরেই রিটেইল ও এস এম ই ঋণ সুবিধা শুরুর ঘোষণা দেন তিনি। এছাড়া দ্রæত চালু হবে কার্ড সুবিধা। এ সময় পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, কর্পোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এ এইচ এম ইলিয়াস আহম্মেদ চৌধুরীসহ গ্রাহকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা ব্যাংক

৪ অক্টোবর, ২০২২
২১ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ