Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবায়দুল কাদেরকে চাপমুক্ত থাকতে পরামর্শ ডাক্তারদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আরো কয়েকদিন হাসপাতালে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া ইনকিলাবকে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভাল কিন্তু কোন ধরণের চাপ নিতে আমরা বারণ করেছি। তিনি বারবার হাসপাতাল থেকে ছাড় নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আমরা বলেছি কমপক্ষে আরো তিন দিন বিশ্রাম নিতে।
এদিকে গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল ওবায়দুল কাদেরের। পরে তা হাসপাতালে করতে চেয়েছিলেন সেতুমন্ত্রী। এ বিষয়ে কনক কান্তি বড়–য়া বলেন, আমরা কোন ধরণের চাপ নিতে নিষেধ করেছি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কোন ভাকে উত্তেজিত হলে ওবায়দুল কাদেরের অবস্থা আবারও অবনতি হতে পারতো। তাই সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ