Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের অনেক অবহেলিত নারী আজ স্বাবলম্বী: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ২:৩২ পিএম | আপডেট : ৩:০৮ পিএম, ২৬ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন শতকরা ৮২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা মিটিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। এদেশের মানুষ আর কখনও না খেয়ে থাকবে না। তারা পেটভরে খেয়ে জীবন যাপন করবে। এ লক্ষ্যে তিনি দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছিলেন। কিন্তু তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ৭৫-এর ১৫ আগস্ট এক কালো অধ্যায় নেমে আসে। যে উদ্দেশ্য এবং চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৭৫-পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা সে চেতনা বাস্তবায়ন করেনি।’

আজ রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, তথ্য সচিব কামরুন নাহার প্রমুখ তাদের মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ করছি। অথচ ৭৫-এর পরে যারা ক্ষমতায় ছিল তারা রেললাইন বন্ধ করে দিয়েছে। মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে তখন মুষ্ঠিমেয় মানুষ বড়লোক হয়। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য খোলে না। বিগত দিনে তাই হয়েছে। দেশের উন্নয়নও থমকে গিয়েছিল।’

আওয়ামী লীগ সরকার ক্ষমকায় আসার পর রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়নের কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে এদেশের তৃণমূল পর্যায়ের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা সমবায়ের মাধ্যমে ঋণ নিচ্ছে এবং তা পরিশোধ করছে। ঋণ নিয়ে তারা গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তারা সমবায়ের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হচ্ছে।’

তিনি বলেন, আজ যে অ্যাপসের উদ্বোধন করা হলো তা ব্যবহার করে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে তৃণমূল পর্যায়ের একজন মহিলা মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারবে। গ্রামের একজন নিঃস্ব মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে আজ বাংলাদেশের অনেক অবহেলিত নারী উপকৃত হয়েছে। তারা স্বাবলম্বী হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ