Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনেই ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকাসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির চালকসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। আহতরা হলেনÑ উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যান চালক আবুল কাশেম।

ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫ লাখ ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। এ টাকা দিয়ে ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেয়ার কথা ছিল।

টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস পিকআপ ভ্যানটিকে সিগন্যাল দেয়। এ সময় ৮/১০ জন ছিনতাইকারী ডিবি পোশাকে ম্যানেজার বাবুল মিয়া, ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেধে পিকআপ ভ্যানসহ সোনারগাঁও এলাকার দিকে চলে যায়। গাড়িতে রেখেই তিনজনকে পিটিয়ে আহত করে সোনারগাঁও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে তাদের হাত-পা বাধা অবস্থায় ফেলে যায়।
প্রকাশ্যে ভুলতা ফাঁড়ির নাকের ডগায় ছিনতাইয়ের ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, তদন্ত চলছে, টাকা ও গাড়িটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ