Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া ইমেইলে অর্থ আত্মসাৎ

সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

রপ্তানিকারকের নামে বিদেশি ক্রেতাদের কাছে ভুয়া ই-মেইল দেয়া হচ্ছে। রপ্তানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে নিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তাই এখন থেকে টেলিগ্রাফ ট্রান্সফারের (টিটি) মাধ্যমে রপ্তানির আয় স্থানান্তরে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানির অর্থ আত্মসাৎ রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে তা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে। রপ্তানির অর্থ আত্মসাতের প্রচেষ্টা রোধে কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন/নেগোশিয়েশনের পাশাপাশি টিটি পদ্ধতিতে রপ্তানির মূল্য প্রত্যাবাসনের ব্যবস্থা প্রচলিত রয়েছে।
চিঠিতে বলা হয়, স¤প্রতি টিটি ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার কাছে রপ্তানিকারকের নামসম্বলিত ভুয়া ইমেইল আইডি থেকে বার্তা প্রেরণ করে রপ্তানির আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে। এ ধরনের জালিয়াতি রোধে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অধিকতর সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদানের জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ