Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র চলছে

মেয়র প্রার্থী ফজলে বারী মাসউদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি উত্তরে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নানা কারসাজি, ক্রটি, শঙ্কা ও আস্থাহীনতার পরিবেশ থাকা সত্বেও বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম দ্বারা ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র চালাচ্ছে। সারা বিশ্বে ইভিএমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

বাংলাদেশে যে ইভিএম ব্যবহার করা হয়, তাতে নানা কারিগরি ক্রটি রয়েছে। বায়োমেট্রিকস পদ্ধতিতে ভোটারের আঙ্গুলের ছাপ না মিললে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিজের আঙ্গুলের ছাপে ২৫ শতাংশ ভোটারের ভোট দিতে পারেন। এতে ব্যাপক কারচুপির আশঙ্কা রয়েছে। তিনি গতকাল শনিবার ভাটারার সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, এসএম মাঈনুদ্দীন জাহাঙ্গীর, ডা, মুজিবুর রহমান, ইঞ্জি. গিয়াস উদ্দীন, মুফতি নিজামুদ্দীন ও হাজী আলা উদ্দীন ।
মাওলানা মাসউদ আরো বলেন, নির্বাচনী কর্মকর্তা এবং ভোটাররাও ইভিএমে অভ্যস্ত নয়। নির্বাচন কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির মাধ্যমে কমিশনের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। আমরা আশা করি কমিশন সে কাজটিই করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ