পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশে সন্ত্রাস অপরাধ ও সীমাহীন দুর্নীতির মূল কারণ হলো ভুয়া নির্বাচনের মাধ্যমে সরকারের ক্ষমতা দখল। তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। সকল রাজবন্দীদের মুক্তি ও অবিলম্বে গ্রহণযোগ্য পুনঃনির্বাচন দিতে হবে।
গতকাল শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মো. ইলিয়াছ আতহারীর বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, অধ্যাপক মাওলানা ইলিয়াছ মাহমুদ, মাওলানা ইলিয়াস রেজা, মাওলানা নাজমুল হক ও ডা. সুলতানুল ইসলাম।
অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ এখনও প্রশ্নবিদ্ধ। রাতের বেলায় ভোট ডাকাতির নির্বাচন ভোট জনগণ আর দেখতে চায় না।
সভায় নেতৃবৃন্দ আরো বলেন, ইসলাম ও রাসূল (সা.) কে নিয়ে কুটুক্তি দেশে বিদেশে বেড়েই চলছে। সম্প্রতি নেদারল্যান্ডের এম পি গাড’ওইল্ডাস গত বছরের ন্যায় এবছরও রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কের প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সরকারকে কড়া ভাষায় প্রতিবাদ করে নেদারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।