পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। গতকাল বিকেল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
খিলক্ষেত থানার এসআই মো. মোফাখখারুল ইসলাম এমরান জানান, শুক্রবার দিনগত রাতে বনানীগামী কুড়িল ফ্লাইওভার ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় মাফলার পেঁচানো ছিল। পরে লাশটি গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্লাইওভারে ফেলে যেতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আজ (গতকাল) বিকেল পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত শেষে লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।