Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন হামলার নিন্দা জানালেন খালেকুজ্জামান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, যুদ্ধবাজ মার্কিন সা¤্রাজ্যবাদ ইরাকের বাগদাদে বোমা হামলা ও ইরানি জেনারেল সোলেমানিসহ ৮ জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক অর্থনীতি চাঙ্গা রাখতেই দেশে দেশে আগ্রাসন ও আঞ্চলিক যুদ্ধ-যুদ্ধউন্মাদনা তৈরি করে চলেছে। মধ্যপ্রাচ্যের জনগণ মার্কিন যুদ্ধ তৎপরতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ফলে মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশ থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে অভিসংসিত হয়ে হুমকীর মুখে। আসন্ন নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়া এবং মধ্যপ্রাচ্যে ঘাটি স্থায়ী রাখার অভিলাসেই ইরাকে এই হামলা চালিয়েছে।

তাছাড়া মধ্যপ্রাচ্যের তেল সম্পদের ওপর মার্কিন দখলদারিত্ব বজায় রাখতে ইহুদিবাদী ইসরায়েলী সন্ত্রাসবাদকে খাড়া রাখতেও এ হামলা কাজে লাগবে।
বিবৃতিতে তিনি মধ্যপ্রাচ্যসহ সারা দুনিয়ায় মার্কিন আগ্রাসন ও দস্যুতার বিরুদ্ধে বিশ্ব বিবেক সোচ্চার হওয়ার আহŸান জানান। একই সাথে ইরাকে এহেন ঘৃণ্য হামলা ও হত্যাকাÐের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতিবাদ না করারও তীব্র সমালোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ