পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, নেদারল্যান্ডের এমপি গার্ল্ড ওয়াইল্ডারস আবারও রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দিয়েছে। ২০১৮ সালে ওয়াইল্ডার্স রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দিলেও মুসলিম বিশ্বে কঠোর আন্দোলনের মুখে ওয়াইল্ডার্স তার এ কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছিল।
কিন্তু সম্প্রতি ওয়াইল্ডার্স আবারও তার টুইটার একাউন্ট এর মাধ্যমে রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দিয়ে সেসব ব্যঙ্গচিত্র তার কাছে পাঠানোর আহ্বান জানায়।
বিশ্ব নবীর কোন ধরণের অবমাননা মুসলমানগণ বরদাশত করবে না। ধর্ম অবমাননা ও শান্তি বিনষ্টের অপরাধে মুসলিম দেশগুলোকে নেদারল্যান্ডের সাথে সকল প্রকার কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করতে হবে।
রাসূল (সা.) সর্ম্পকে বেঙ্গচিত্র অঙ্কনের ঘোষণার প্রতিবাদে শুক্রবার রাজধানীর কামরাঙ্গীর চর মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আব্দুস সালাম ও ইব্রাহিম খলিল নোমানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।