Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আ.লীগ দেশের শত্রু জনগণের শত্রু’

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ দেশের শত্রু, জনগণের শত্রু। আ.লীগকে দেশের জনগণ আর পছন্দ করে না। আ.লীগ জনগণের ভোটাধিকার দেয় না। জনগণ ভোট দিতে পারলে বিএনপি ক্ষমতায় আসে আর ভোট দিতে না পারলে আ.লীগ ক্ষমতায় আসে।
তিনি গতকাল বিকেলে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীন রেখে আ.লীগ দেশের গণতন্ত্রকে হরণ করেছে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারলেই এদেশে আবার গণতন্ত্রের সূচনা হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আ.লীগের ষড়যন্ত্রের শেষ নাই। জনগণ যাকে গ্রহণ করে তাকে কোনদিন বিচ্ছিন্ন করা যায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন থাকবে কিনা তা আমাদের নতুন করে ভাবতে হবে। ’৭১ সালে দেশ স্বাধীন করার জন্য যেভাবে মানুষ ঝাপিয়ে পড়েছিল ঠিক সেভাবে এই জালিম সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে সবাইকে এক হয়ে আন্দোলন করতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আ.লীগ হচ্ছে এখন অনুপ্রবেশকারীর দল। তাদের ডিএনএ পরীক্ষা করতে হবে। মাদক যেমন মানুষের কাছে ভয়ানক তেমনি বর্তমানে আ.লীগ মানুষের কাছে ভয়ানকে পরিনত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ