Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজত-ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা সম্ভব হবে না

কর্মশালায় মনিরুল ইসলাম

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা সম্ভব হবে না। উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিস্কে। আমরা এই জায়গায় আঘাত হানতে চাই। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ সব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ও উৎসর্গ বাংলাদেশ। কর্মশালায় অংশ নেয় ডিএসপি ও উৎসর্গ ফাউন্ডেশনের ৬৪টি জেলার তরুণ প্রতিনিধিরা।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইন-শৃংখলা বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। পরিবার, মসজিদের ইমাম, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই স¤প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান যাদের মুখ্য পরিচয় হবে না। তারা মানুষ, বাঙালি। জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। কর্মশালায় সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা ও ডিএসপির সভাপতি জিয়াউল হাসান বলেন, মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের তরুণদের প্রত্যাশা ও স্বপ্ন ছিল। যার কারণে স্বাধীনতা এসেছে। কিন্তু মুক্তির লড়াই শেষ হয়নি। এখনকার তরুণদের মাদক, ধর্ষণ, সন্ত্রাস, সা¤প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে।



 

Show all comments
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ৪ জানুয়ারি, ২০২০, ১১:১১ এএম says : 0
    আপনি যথার্থইবলেছেন, অপব্যাখ্খার করনে আমাদের তরুন সমাজ বিপদগামী,তারা ঊগ্রবাদ সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। আপনার কথাগুলো অনুযায়ী পদখ্খেপ নিলে আশাতিতো ফল পাওয়া যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ