Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সিটি নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার সিটি নির্বাচনে ঝামেলা করছে। তাজু (তাজ উদ্দিন আহমেদ তাজু) আমাদের বংশাল থানা বিএনপির সভাপতি, বলিষ্ঠ নেতা, কাউন্সিলর প্রার্থী তাকে গতকাল গ্রেফতার করেছে। কেন করেছে? এটা ভয় থেকে তারা করছে। আমাদের জনপ্রিয় প্রার্থীরা যেন ভোট না করতে পারেন সেজন্য সরকার গ্রেফতার শুরু করেছে।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের অনেক নেতা-কর্মীকে ভয়ভীতি দেখাচ্ছে। অনেক কাউন্সিলর প্রার্থী আমাকে বলেছেন, পুলিশ ভয় দেখাচ্ছে, আপনি যদি প্রার্থী হন তাহলে আপনার অসুবিধা হবে, আপনাকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, আমরা বরাবর যেটা বলে এসেছি, এবারো সেটা বলছি- গণতন্ত্রের ন্যুনতম স্পেস পাবো সেখানে সুযোগ আমরা নেবো। আমরা জানি এটার জন্য আরো নির্যাতন নেমে আসবে। কিন্তু এই সুযোগটি আমরা গ্রহণ করব কারণ নাতসী দুঃশাসনে তারা তো একতরফা নির্বাচন করতে চায়। আবার বিশ্বকে একটু দেখানো আমরা একটু গণতন্ত্র গণতন্ত্র পাচ্ছি। গণতন্ত্র একটা প্রশাধনী মুখে মাখার জন্য এই নির্বাচন করে। কিন্তু নির্বাচনটা হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী নির্বাচন।
কাউন্সিলর পদে দলের প্রার্থী রয়েছে, একক প্রার্থী সর্বত্র চ‚ড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, আমরা ইতোমধ্যে দলের প্রার্থী একেবারে ৯৯% চূড়ান্ত করে ফেলেছি। দুই-একটা আছে তাও ঠিক হয়ে যাবে, ৯ তারিখের আগেই হবে। কোনো দিকে কোনো ঝামেলা নেই। ঝামেলা যা করছে তা সরকারে।



 

Show all comments
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ৪ জানুয়ারি, ২০২০, ১০:০৮ এএম says : 0
    আইন শৃংখ্খলা বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ,তা খতিয়ে দেখা হোক।প্রমানিত হলে ব্যাবস্থা নেওয়া হোক।একটি স্বচ্ছ নিরপেখ্খো গ্রহন যোগ্য নির্বাচন জনগন দেখতে চায়।জনগন প্রতাখ্যদর্শি,তাই অন্তত সিটি নির্বান বিতর্কের উর্দেদেখতে চায়।ভোটাধিকার পেতে জনগন মুখিয়ে আছে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ