Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন

খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, অবিলম্বে অনশনরত পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। বেশ কয়েক দিন যাবৎ খুলনাসহ বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকরা না খেয়ে তীব্র শীতের মধ্যে রাস্তায় পড়ে আছে। অনশনরত অনেক শ্রমিক ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে।

সরকার পাটকল শ্রমকিদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বিভিন্ন সময়ে রাষ্ট্রায়াত্ত¡ পাটকল শ্রমিকদের বিভিন্ন রকম আশ্বাস দিয়েও সরকার তা পূরণ করছে না। দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকদের কারো কিছু হলে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। গতকাল খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে আরো বক্তব্য রাখেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম।

ইসলামী ঐক্য আন্দোলন : এদিকে, সরকারের প্রতি খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান ও সাধারণ সম্পাদক মওলানা মো. আবু বকর সিদ্দিক। নেতৃদ্বয় বলেন, শ্রমিকদের অভুক্ত রেখে উন্নয়নের আশা করা যায় না। আন্দোলনরত শ্রমিকরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।



 

Show all comments
  • ** হতদরিদ্র দিনমজুর কহে ** ২ জানুয়ারি, ২০২০, ৭:৫৮ এএম says : 0
    খেলাফত মজলিস কে অভিনন্দন।পাটকল শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।এ ভাবে যদি সবাই আহবান যানাতো তবে সরকার/কর্তৃপখ্খের টনক নড়তো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ