Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আইএসপিআর | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে চার দিনব্যাপি অনুষ্ঠিত প্রিয়প্রাঙ্গঁন নিউ ইয়ার কাপ গল্ফ টূর্ণামেন্ট- ২০২০ এর পুরস্কার বিতরণ গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গল্ফ টূর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হামিদ রিয়েলস্টেট কন্সট্রাকশন লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে এই টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো-সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে ৭০০ জন খেলোয়াড় অংশ নেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পুরস্কার বিতরনী ও থার্টি ফাস্ট নাইট উদযাপন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়্। টূর্নামেন্ট এ বিজয়ীরা হলেন: উইনার-উইং কমান্ডার মো. গোলাম মোস্তফা সরকার; ভ্যাটারান উইনার-ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ); সিনিয়র উইনার- মেজর জেনারেল জন গোমেজ (অবঃ); লেডি উইনার- মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র উইনার- মাস্টার শাফিন-উজ-জামান। -আইএসপিআর

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসপিআর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ