Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম


রাজধানীর কারওয়ান বাজারে ভবন থেকে পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে কারওয়ান বাজারস্থ এশিয়া ব্যাংক ভবনের ১০ম তলায় থাই গ্লাসের কাজ করার সময় নিচে পড়ে তার মৃত্যু হয়।

নিহত সুমনের (২২) বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংস্থ নাসিরের থাই ওয়ার্কশপে কাজ করতো।
নিহত সুমনের সহকর্মী মুক্তার হোসেন জানান, গতকাল বুধবার কারওয়ান বাজারস্থ এশিয়া ব্যাংক ভবনের ১০ম তলার থাই গ্লাসের কাজ করছিল সুমন।

কাজ করার সময় সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যায়। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ