Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে

ইফার বই বিতরণ উৎসবে ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাদীক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। গতকাল বুধবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে আয়োজিত বই বিতরণ উৎসবে তিনি এ আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে ‘বই উৎসব ২০২০’ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।
গতকাল সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রের প্রায় ৩০ লাখ বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২০ শিক্ষাবর্ষের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে এই বই বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম ও মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় ৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বই বিতরণের মাধ্যমে নতুন বছরের যাত্রা শুরু হলো। ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের দিনের শিশু শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার বিষয়েও ধর্ম প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ