Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের শীর্ষ আলেম আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল

ধর্ম প্রতিমন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান, আল হাইয়াতুল উলইয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা আশরাফ আলী (৭৯) সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী, ছাত্র, শুভাকাঙ্খী রেখে গেছে। মরহুমের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার আড়াইটায় নিজ এলাকা কুমিল্লা সদর দক্ষিণ আলীর বাজার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লায় ছুঁটে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
মরহুমের নামাজে জানাজায় অংশ নেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মুন্সিগঞ্জের মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, বেফাক পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার নূরুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা মোবারকুল্লাহ, মাওলানা নুরুল হক, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সাজিদুর রহমান।
ধর্ম প্রতিমন্ত্রীর শোক : মরহুমের ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ বিভিন্ন উলামায়ে কেরাম ও ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন, হাদিস শাস্ত্রের পন্ডিত, বয়োজ্যেষ্ঠ আলেম ও অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
ভারতের দারুল উলুম দেওবন্দে দোয়া : মরহুম আল্লামা আশরাফ আলীর রুহের মাগফেরাত কামনায় গতকাল মঙ্গলবার সকালে দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের ইন্তেকালে আরো যেসব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন তারা হচ্ছেন, ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী, মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, খেলাফত বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মো. ইসহাক, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, সহসভাপতি মাওলানা আনোয়ার শাহ, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী মো. ওয়াক্কাস, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, খেলাফতে ইসলামী বাংলাদেশ এর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খান এবং মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ও মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী, হেফাজতে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মূসা ও সেক্রেটারী জেনারেল মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী ফখরুল ইসলাম,



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ১ জানুয়ারি, ২০২০, ৬:৪৫ এএম says : 0
    আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ